google-site-verification: google1073b60c0af5bdcc.html How to delete Twitter account easily by Android ll কিভাবে ফোন দিয়ে সহজে টুইটার একাউন্ট ডিলিট করবেন।Tutorial Bangla Phone - Lebu-Techno Bangla, social media setting, website disign,Android apps review,Tutorial Bangla

Header Ads

Header ADS

How to delete Twitter account easily by Android ll কিভাবে ফোন দিয়ে সহজে টুইটার একাউন্ট ডিলিট করবেন।Tutorial Bangla Phone

How to delete  Twitter account easily by Android ll কিভাবে ফোন দিয়ে সহজে টুইটার একাউন্ট ডিলিট করবেন।Tutorial Bangla

How to remove Twitter account, How to delete Twitter account, How to remove Twitter account easily,
Pic-delete  Twitter account


আসসালামু আলাইকুম,
বন্ধুরা কেমন আছেন?  আশা করি ভালো আছেন।
  আমিও আলহামদুলিল্লাহ, ভালো আছি।

বন্ধুরা আমরা অনলাইনে বিভিন্ন একাউন্ট ব্যবহার করে থাকি। যেমন-ফেসবুক,ইন্সটাগ্রাম, গুগল প্লাস, গুগল, পিন্টারেস্ট, টুইটার ইত্যাদি।

টুইটার একাউন্ট হলো অভিজাত শ্রেণীর একটি একাউন্ট। যেখানে আমাদের  পোস্ট বা প্রোফাইল গুলো ভুল করা সমীচীন নয়।
তথাপিও যদি ভুল হয়ে ও যায়, তার সংশোধনের ব্যবস্থা ও রয়েছে।
তা সাথে সাথে সংশোধন করা অতীব জরুরী। কিন্তু এ কাজটি খুব সহজ মনে করলে ভুল করবেন।
তাই লেখাটি মনোযোগের সাথে পড়ে দেখবেন এবং প্রয়োগ করবেন।আমার লেখাটি বাস্তবায়িত হলে  বা ভাল লাগলে একটি শেয়ার চাচ্ছি মাত্র

তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আলোচনা করবো-How to delete  Twitter account easily by Android ll কিভাবে ফোন দিয়ে সহজে টুইটার একাউন্ট ডিলিট করবেন।Tutorial Bangla

কথা না বাড়িয়ে শুরু করা যাক -
প্রথমে আমাদের এন্ড্রোয়েড ফোনের ডেটা চালু করবো।তারপর ফোনের মধ্যে টুইটার এ্যাপটি যেখানে আছে, সেখানে গিয়ে  টুইটার এ্যাপ ক্লিক করবো।
তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
How to delete Twitter account by phone
Pic-Twitter news feed

এখানে যে ইন্টারফেস আসলো এইটা আসলে টুইটার ফিল্ড বা নিউজ ফিড।
এখানে উপরে বামপাশে আপনার ছবির পাশে   Home লেখা থাকবে।
 এখানে ক্লিক করবো তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

How to remove Twitter account easily
Pic-Twitter setting and privacy এখানে উপরে আপনার প্রোফাইল পিকচার ও নাম থাকবে।
তার নিচে কয়েকটি অপশন থাকবে। ওখানে  Settings and privacy -অপশনে ক্লিক করবো।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানেও কয়েকটি  অপশন আসবে। ওখান থেকেই
General  অপশনে ক্লিক করবো।

How to delete Twitter account by Android
Pic-Twitter general setting তারপর যে ইন্টারফেস আসবে সেখানে লেখা থাকবে
This will deactivate your account অপশনে ক্লিক করবো।
ওখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

How to delete Twitter account any time
Pic-Twitter This will deactivate your account 

এখানে আপনার টুইটার একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।
অর্থাৎ টুইটার একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড
দেয়া হয়েছিল। সেইটা দিতে হবে।
পাসওয়ার্ড দেয়ার পর তার নিচে Deactivate এ ক্লিক করবো।
How to remove Twitter account easily by phone
Pic-Twitter Password 
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানেও Yes,Deactivate  এ ক্লিক করবো।
কিভাবে টুইটার একাউন্ট মুছে ফেলবেন
Pic-Twitter Yes deactivate


ব্যাচ, হয়ে গেল আপনার টুইটার একাউন্টি ডিলিট বা রিমুভ বা deactivated বা অকার্যকর।
নিচের ছবিতে লক্ষ্য করুন
How to remove Twitter account easily by phone tutorial Bangla
Pic-twitter Account deactivated 

যদি আবার নতুন করে টুইটার একাউন্ট খুলতে চান, তাহলে এই ব্লগে দেখবেন।পোস্ট দেয়া আছে।
√ How to create twitter account by phone.


তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো, তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
ধন্যবাদ। সবাইকে। ভাল থাকবেন।

২টি মন্তব্য:

[email protected]

Blogger দ্বারা পরিচালিত.