google-site-verification: google1073b60c0af5bdcc.html যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত - Lebu-Techno Bangla, social media setting, website disign,Android apps review,Tutorial Bangla

Header Ads

Header ADS

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত
Latest news,Top news,current news,abroad news,BBC news,bdnews, যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত
Pic-Tournedo news of USA 


যুক্তরাষ্ট্রের টেনিস রাজ্যে টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এই টর্নেডো আঘাত হানে।

কর্মকর্তারা জানায়, টেনিস রাজ্যে প্রাইমারি ভোটের কয়েক ঘণ্টা আগে এই টর্নেডো আঘাত হানে।
টর্নেডোর আঘাতে রাজ্যটিতে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত কিছু ছবিতে দেখা যায়, রাজ্যটির অনেক স্থানের ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া নাশভিলে জন সি টিউন বিমানবন্দরে রাখা কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Latest news, Top news,current nnews,BBC news,VOA news,BDNEWS, Tournedo news,যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত
Tournedo news of USA 

এদিকে ঘূর্ণিঝড়ের পর টেনিস রাজ্যে উদ্ধার কাজ পুরোদমে চলছে।
টেনিস রাজ্যের গভর্নর বিল লি তার টুইটারে  জানান, সামনের সময়গুলোতে আমরা উদ্ধার কর্মী নিয়োগ করবো।
এছাড়া আমাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনীয় দ্রব্য পাঠাচ্ছি।

টেনিস রাজ্যের মেয়র জন কুপার বলেছেন, প্রায় ৫০টি বিল্ডিং টর্নেডোতে ধ্বসে পড়েছে। এছাড়া আহত ১৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরো জানা গেছে উদ্ধার তৎপরতা চলছে, তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ক্যামেডেন শহরে ১৪৫ কিলোমিটার  ও  ন্যাশভিল ও পুতনম শহরের পশ্চিমাঞ্চলীয় কুকভিলি অঞ্চলটিতে ৮০ কিলোমিটার বেগে কমপক্ষে তিনবার টর্নেডোর আঘাতের খবর পাওয় গেছে।
Latest news,Top news,Current news,Donald Trump, BBC news,VOA news,BDNEWS,যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তান্ডবে কমপক্ষে ২৭ জন নিহত
Donald Trump President of USA 

টেনস রাজ্যের টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার তিনি টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত টেনস রাজ্য পরিদর্শন করবেন তিনি।
 খবর-সিএনএন।

খবরটি ভাল লাগলে শেয়ার করবেন।

কোন মন্তব্য নেই

[email protected]

Blogger দ্বারা পরিচালিত.